
এ বি এন এ : শিক্ষার্থীদের ফেল করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষার্থীদের সবধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। তাদের মেধা বিকাশে সরকার আন্তরিক।
বুধবার সকালে এসএসসি ও সমমানের ফল হাতে পাওয়ার পর প্রধানমন্ত্রী একথা বলেন। ফল প্রকাশ উপলক্ষে এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর হাতে সার্বিক ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী। পরে প্রত্যেক বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, এখন ফলাফলের জন্য আর কাউকে ছোটাছুটি করতে হবে না। ঘরে বসেই পেয়ে যাবেন সবাই।
আমাদের ছেলেমেয়েরা অনেক মেধাবী মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ফেল করার কোনো সুযোগ নেই। এবারের ফলাফল অনেক ভালো। আমি এতে সন্তুষ্ট। যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা বিনামূল্যে বই দিচ্ছি, সবধরনের সুযোগ সুবিধা দিচ্ছি। মেধাকে উৎসাহিত করার জন্য সবই করছি। আমরা এত বিশাল মেধাবৃত্তি দিচ্ছি যা পৃথিবীর আর কোথাও আছে কি না আমার জানা নেই।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড় করাতে চায়। আর এর জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। কারণ উন্নত জাতি গড়ে তুলতে সবার আগে দরকার শিক্ষিত প্রজন্ম।
এসময় প্রধানমন্ত্রী তার সরকারের শিক্ষার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।
Share this content: