আন্তর্জাতিক

ফিলিপাইনে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় হামলার হুমকি আইএসের

এ বি এন এ : ইসলামিক স্টেট ফিলিপাইনে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় হামলার পরিকল্পনা করছে। এ উদ্দেশে জঙ্গি সংগঠনটি ইন্টারনেটে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। ভিডিওটিতে “যার পক্ষে সম্ভব তাকেই” মিস ইউনিভার্স প্রতিযোগীতা অনুষ্ঠানে হামলা চালানোর আহবান জানানো হয়। এতে কীভাবে বোমা বানাতে হবে তার দিক নির্দেশনাও দেওয়া হয়। অনলাইনে আইএস ফিলিপাইন সাপোর্টার্স নামের একটি টেলিগ্রাম ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট করা টিউটোরিয়াল ভিডিওতে এই হুমকি দেয় আইএস। আগামী জানুয়ারি মাসে দেশটির রাজধানী ম্যানিলায় মিস ইউনিভার্স প্রতিযোগিতার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভিডিওটিতে যেসব দেশ আইএস বিরোধী যুদ্ধে অংশগ্রহণ করেছে সেসব দেশের নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর আহবান জানানো হয়। ভিডিওটিতে আত্মঘাতি বেল্ট তৈরির দিক নির্দেশনা সম্বলিত আরেকটি ভিডিও ক্লিপ এবং বিস্ফোরক তৈরির দিক-নির্দেশনা সম্বলিত ৪৯ পৃষ্ঠার ইংরেজি ভাষার একটি ডকুমেন্ট ডাউনলোডের জন্য সংযুক্ত করা হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সম্প্রতি আইএসের কুখ্যাত কালো পতাকা উঁচিয়ে জঙ্গি সংগঠনটির প্রতি স্থানীয়দের সমর্থন জ্ঞাপনের ভিডিও ছড়িয়ে পড়ার থেকেই জঙ্গি হামলার আতঙ্ক বিরাজ করছে। ফিলিপাইনের প্রধান ধর্ম খ্রিস্টান ক্যাথলিকবাদ। তবে ইসলাম দেশটির দ্বিতীয় প্রধান ধর্ম। দেশটির সর্বদক্ষিণের দ্বীপ মিন্দানাওয়ের বেশিরভাগ মানুষ মুসলিম। সেখানে ইসলামি চরমপন্থীরা ক্ষমতাসীন সরকারকে উৎখাতের চেষ্টা করছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে মিস ইউনিভার্সের মুকুটটি জয় করেছিলেন ফিলিপিনো সুন্দরী পিয়া উর্টজবাখ। কিন্তু ভুলক্রমে তার মুকুটটি মিস কলাম্বিয়া আরিয়ান্দা গুতিয়েরেজের মাথায় পরিয়ে দেন অনুষ্ঠানের সঞ্চালক স্টিভ হার্ভি। এর দুই মিনিট পরেই জানানো হয় যে মুকুটটি পরবেন ফিলিপিনো পিয়া উর্টজবাখ। মুকুটটি পিয়াকে হস্তান্তরের জন্যই ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতার কর্মসূচিটির আয়োজন করা হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button