আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

ফখরুলসহ বিএনপির ৭ নেতার আগাম জামিন

এবিএনএ: পুলিশের কাজে বাধাদান ও গাড়ি ভাংচুরের অভিযোগে করা হাতিরঝিল থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতাকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেয়। জামিনপ্রাপ্ত অন্য নেতারা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বুধবার বিএনপি নেতারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে হাইকোর্ট পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছে বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় মির্জা ফখরুলসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।

Share this content:

Back to top button