এবিএনএ : আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়দিন বাকী। নির্বাচনী ডামাঢোল বাজছে সর্বত্র, প্রার্থীরা ছুটে চলেছেন এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্যে। ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে কাছে টানার চেষ্টা করছেন।
বিশেষ করে ব্যাটল গ্রাউন্ড ষ্টেট গুলিতে প্রার্থীরা আদাজল খেয়ে মাঠে নেমেছেন। কারণ এই ব্যাটল গ্রাউন্ড ষ্টেটগুলির উপরই নির্বাচনে যে কয়টি বড় ফ্যাক্টর প্রভাব বিস্তা করে তার মধ্যে অন্যতম হল অভিবাসী ইস্যু। আমেরিকাকে অভিবাসীদের স্বর্গরাজ্য বলা হয়ে থাকে।তাই এই আমেরিকাতে রয়েছে পৃথিবী বহু দেশের মানুষ। সেই হিসাবে বাংলাদেশী আমেরিকানদের সংখ্যাও একেবারে কম নয়। তাই এবারের নির্বাচনে বাংলাদেশী আমেরিকানরাও বেশ সোচ্চার।তারা তাদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সুবিধামত বড় দুই দলের পক্ষে মাঠে নেমেছে। তার ধারাবাহিকতায় রবিবার ক্যালিফোর্নিয়ায় লসএঞ্জেলেসে এক দল বাংলাদেশী আমেরিকান “বাংলাদেশী আমেরিকান রিপাবলিকানস অব ক্যালিফোর্নিয়ায়” ব্যানারে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে প্রচার চালিয়েছে।
রবিবারের এই প্রচারে বাংলাদেশীরা বিভিন্ন প্লেকার্ড, ব্যানার ফেস্টুন নিয়ে তাদের পছন্দের প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন এবং সবাইকে প্রেসিডেন্ট ট্রাম্পকে পূননিরবাচিত করার আহ্বান জানায়। সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশী আমেরিকান রিপাবলিকানস অব ক্যালিফোর্নিয়া এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তাদের মধ্যে অন্যতম ডঃ জয়নুল আবেদিন, জাকির খান, শাহ আলম চৌধুরী, কাজী হোসেন, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম প্রমুখ।
Share this content: