খেলাধুলা

১৪৮ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস

এবিএনএ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) চট্টগ্রামে প্রথমে ব্যাটিং করে ১৪৮ রান সংগ্রহ করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করেছে তারা। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হয় এ ম্যাচটি। এতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। ফলে প্রথমে ব্যাটিং করে ১৪৮ রান তোলে ঢাকা। ঢাকার পক্ষে ব্যাক্তিগত সর্বোচ্চ রান এসেছে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। ২৬ বলে ২ চার ও ২ ছক্কার সাহায্যে ৩৫ রান করেছেন তিনি। এছাড়া দলটির ওপেনার মেহেদি মারুফ সংগ্রহ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। ২০ বলে ৬ চার ও ১ ছক্কার সাহায্যে এই রান করেছেন তিনি। এছাড়া ১৪ বলে ৩ চারের সাহায্যে ২০ রান করেছেন নাসির হোসেন। চিটাগাংয়ের পক্ষে ৩ টি করে উইকেট নিয়েছেন তিমাল মিলস ও মোহাম্মদ নবী। ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সাকিবের ঢাকা। আর ঢাকার মুখোমুখিই হবে তামিমের চিটাগাং। তবে তামিমের দলের অবস্থা খুব একটা ভালো নয়। তারা পরপর তিন ম্যাচে হেরে সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলে ষষ্ঠস্থানে রয়েছে। আর এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে জয়ের ধারায় ফিরতে চায় চিটাগাং। ঢাকা ডায়নামাইটস একাদশ মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক সৈকত, আলাউদ্দিন বাবু, ডোয়াইন ব্রাভো, ম্যাট কুলস, সেকুজে প্রসন্না, মোহাম্মদ শহীদ, সানজামুল ইসলাম। চিটাগং ভাইকিংস একাদশ তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শোয়েব মালিক, গ্রান্ট এলিয়ট, মোঃ নবী, জহুরুল ইসলাম, নাজমুল মিলন, শুভাশিস রয়, টাইমাল মিলস, মাহমুদুল হাসান।

Share this content:

Related Articles

Back to top button