জাতীয়বাংলাদেশলিড নিউজ

প্রতিদিন ৩ ঘণ্টা ক্লাস বর্জনের সিদ্ধান্ত জবি শিক্ষার্থীদের

এ বি এন এ : আগামীকাল সোমবার থেকে প্রতিদিন তিন ঘণ্টা করে ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন সংকট নিরসনসহ বেশ কয়েকটি দাবিতে আজ রবিবার দুপুরে শিক্ষার্থীদের এক সমাবেশে এ সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়। সোমবার থেকে দাবি আদায়ের আগ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে নতুন হল নির্মাণ করে আবাসন সংকট নিরসন ও নাজিমুদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গা জবিকে হস্তান্তরের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেন। সমাবেশ শেষে দুপুর ১২টা ২০ মিনিটে কর্মসূচি ঘোষণা করে তালা খুলে দেয়া হয়।

Share this content:

Related Articles

Back to top button