বিনোদনলিড নিউজ

পর্দায় উষ্ণতা ছড়াতে ফিরছেন মালাইকা

এবিএনএ: বলিউডের আইটেম গানের জন্য জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। শুরুটা শাহরুখ খানের বিপরীতে ‘দিল সে’ সিনেমার ‘ছাঁইয়া ছাঁইয়া’ গান দিয়ে হলেও, এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। একে একে ভক্তদের মন জয় করেছেন আবেদনময়ী নাচে। তিন বছরের বিরতির পর আবারও নতুন আইটেম গান নিয়ে পর্দায় ফিরছেন তিনি।পরিচালক বিশাল ভরদ্বাজের পরিচালনায় আসন্ন ছবি ‘পটাকা’র একটি আইটেম গানের শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন মালাইকা। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গানটির কিছু টিজারও শেয়ার করেছেন এই তারকা। কালো ঘাগরা-চোলিতে তার লুক নজর কেড়েছে দর্শকদের। এ প্রসঙ্গে মালাইকা সাংবাদিকদের বলেন, ‘আমি যেটাতে নেচেছি, সেই গানটা গেয়েছেন রেখা ভরদ্বাজ। আমার কাজটা করে খুব ভাল লেগেছে। ছবির নাম আর টাইটেল ট্র্যাক দুটোই আমার ভাল লেগেছে।’গণেশ আচারিয়ার কোরিওগ্রাফিতে মালাইকা ফের জমিয়ে দেবেন বলেই মনে করছেন দর্শকদের একটা বড় অংশ। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।২০১৫-এ ‘ডলি কি ডোলি’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল মালাইকাকে। এ বার ‘পটাকা’র অপেক্ষা।

Share this content:

Back to top button