বিনোদনলিড নিউজ

পরীমনিকে ডিবি কার্যালয়ে তলব

এবিএনএ : রাজধানীর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে কথা বলার জন্য চিত্রনায়িকা পরীমনিকে ডাকা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরী নিজেই। তিনি জানান, আজ দুপুরে ডিবি কার্যালয় থেকে তাকে ফোন করে, তাকে কথা বলার জন্য ডাকা হয়েছে। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, মামলার বাদী হিসেবে পরীমনিকে আমরা ডেকেছি। তিনি সুবিধাজনক সময়ে আসবেন। তার বক্তব্য শুনবে পুলিশ।

তিনি আরও বলেন, মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে সেসব বিষয় নিয়েই পরীমনির সঙ্গে আমরা কথা বলবো। এর আগে, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় একটি মামলা করেন পরীমনি। সেই মামলায় গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে।

ওদিন বিকেলেই উত্তরার এক নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি ভবনের ফ্ল্যাট থেকে নাসির ও অমিসহ আরও তিন নারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সেসময় তাদের কাছে মদ ও বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।

Share this content:

Related Articles

Back to top button