আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

পদত্যাগ করলেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা

এবিএনএ : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শুক্রবার রাতে তার ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে বঙ্গভবনে এই পদত্যাগপত্র পাঠান। সুপ্রিম কোর্টের প্যাডে পাঠানো পদত্যাগপত্রে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা লিখেছেন, ‘আমার অনিবার্য ব্যক্তিগত কারণ বশত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের পদ হইতে এতদ্বারা পদত্যাগ করিলাম।’

এর আগে দুপুরে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর পর পরই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান মো. আবদুল ওয়াহহাব মিঞা। বিচারপতি এস কে সিনহার পদত্যাগের পর থেকে আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্বাভাবিক নিয়মে চলতি বছরের নভেম্বর মাসে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার অবসরে যাওয়ার কথা ছিল।

Share this content:

Related Articles

Back to top button