বাংলাদেশরাজনীতিলিড নিউজ

নয়াপল্টনের ঘটনায় ইসি দায়ী : রিজভী

এবিএনএ: নয়াপল্টনে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশনকে (ইসি) দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এই ঘটনার পর প্রায় তিন ঘণ্টা মনোনয়নপত্র বিক্রি এবং জমাদান কার্যক্রম বন্ধ ছিল বলে জানান তিনি। বুধবার বিকেল ৫টায় নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা বলেন রিজভী। তিনি বলেন, ইসির প্রত্যক্ষ নির্দেশনায় পুলিশ হামলা চালিয়েছে, আজকের ঘটনায় নির্বাচন কমিশন দায়ী, তারা পুলিশকে ব্যবহার করেছে। তিনি বলেন, পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে হ্যালমেট বাহিনী, যারা ক্ষমতাসীনদের হয়ে কাজ করে। পঞ্চাশের অধিক নেতাকর্মী পুলিশের গুলিতে আহত হয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নয়াপল্টনের সহিংসতা পরিস্থিতি বিএনপির নির্বাচন বানচালের অংশ আওয়ামী লীগের এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, এটা ওবায়দুল কাদের সাহেবদের কাজ। রিজভী বলেন, আজ বিকেল ৪টা পর্যন্ত ৩৩৭ মনোনয়ন জমা পড়েছে। বিক্রি হয়েছে ২৭৭টি।

Share this content:

Back to top button