খেলাধুলালিড নিউজ

নেইমার-ব্রুনার বিচ্ছেদ!

এবিএনএ: ব্রাজিলীয় তারকা নেইমারের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন ব্রুনা মার্কুইজিন। কেন ব্রেকআপ, তার কোন নির্দিষ্ট ব্যাখ্যা অবশ্য দেননি ব্রাজিলের এই অভিনেত্রী ও মডেল। তবে একটি সাক্ষাৎকারে ব্রুনা বলেছেন, সম্পর্ক থেকে বেরিয়ে আসার ‘‌সিদ্ধান্ত’ নিয়েছেন নেইমারই। তবে তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালবাসা অটুট থাকবে বলেই জানিয়েছেন ব্রুনা। ২০১২ থেকে তাঁর সঙ্গে ডেট করছিলেন নেইমার। এমনকি চলতি মাসের শুরুতেও এই জুটিকে দেখা গিয়েছিল ডিজনিল্যান্ডে। এদিকে, ব্রাজিল এইমুহূর্তে সরগরম রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত পর্যায় নিয়ে। দেশের মানুষ আড়াআড়ি বিভক্ত বামপন্থী ও দক্ষিণপন্থী দুই দলের সমর্থনে। কোন কোন মহলের ব্যাখ্যা, নেইমার ও ব্রুনার সম্পর্ক ছেদের পেছনে দেশের রাজনীতি জড়িয়ে। যদিও এই ব্যাখ্যা কতটা ঠিক তা জানা যায়নি।

Share this content:

Related Articles

Back to top button