আমেরিকা

ট্রাম্পকে হুঁশিয়ারি চীনের

এবিএনএ : চীন প্রজাতন্ত্রের দ্বীপরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বন্ধুত্ব হারাবেন বলে হুঁশিয়ারি করেছেন দেশটি। নির্বাচনের পর বারবার চীনের বিরুদ্ধে সরব হয়েছেন ট্রাম্প।

ফক্স নিউজে দেওয়া একটি সাক্ষাৎকারে ‘‌এক চীন’‌ নীতির বিরোধিতাও করেছেন তিনি। বলেছেন, চীনের সঙ্গে কোন বাণিজ্যিক বোঝাপড়া ছাড়া অন্য নীতিতে আবদ্ধ থাকতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৭৯ সালে ‘এক চীন’ নীতিতে চীনের সঙ্গে বোঝাপড়ায় সায় দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্প জমানায় চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে না এমনটাই দাবি কূটনীতিবিদদের।

যদিও, ট্রাম্পকে ছেড়ে কথা বলেনি চীনা প্রশাসনও। তাইওয়ানের সঙ্গে হাত মেলালে চীনও মার্কিন শত্রুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অখণ্ড চীনের নীতির জন্যই এখনও তাইওয়ানের মানুষরা বেঁচে আছেন বলে মত তাদের। এই নীতির বিরোধিতা করলে তার কোপ পড়বে তাইওয়ানের অর্থনীতিতে। চীনের ভাষ্য, ট্রাম্প একজন অপ্রাপ্তবয়স্ক রাজনৈতিক। ব্যবসা আর দেশ চালানোয় তফাৎ রয়েছে তা দ্রুত ট্রাম্পকে বুঝতে হবে। শুধু ট্রাম্প নয়, কড়া বার্তা দেওয়া হয়ছে তাইওয়ানকেও।

Share this content:

Related Articles

Back to top button