আমেরিকা

কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় নর্থ ক্যারোলিনায় জরুরি অবস্থা

এ বি এন এ : আমেরিকার নর্থ ক্যারোলিনয়ার চার্লটে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাজ্যের গভর্নর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারি করেছেন। বিক্ষোভকারীদের কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না পুলিশ। তাই পুলিশের সহযোগিতায় জাতীয় ও রাজ্যের প্রতিরক্ষা বাহিনীকেও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর। বুধবার রাতে বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণ করেছে পুলিশ। এতে এক বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছেন। রাজ্যের পুলিশ জানায়, গুলিতে ওই বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে পরে বলা হয়, ওই বিক্ষোভকারী মারা যাননি। তবে তার অবস্থা আশঙ্কাজনক। লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। মঙ্গলবার বিকেলে কিথ ল্যামন্ট স্কট নামে এক কৃষ্ণাঙ্গ সামরিক নাগরিক পুলিশের গুলিতে নিহত হন। পুলিশের দাবি, স্কটের হাতে বন্দুক ছিল। গুলি করার আগে তারা বেশ কয়েকবার অস্ত্র ফেলে দেয়ার অনুরোধ করেন। কথা অমান্য করায় তাকে গুলি করতে বাধ্য হয় পুলিশ। তবে স্কটের পরিবারের দাবি অস্বীকার, স্কটের হাতে কোনো অস্ত্র ছিল না। ঘটনার সময় তিনি বই পড়ছিলেন।

Share this content:

Back to top button