এবিএনএ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘নিত্যপণ্যের দাম একবার বাড়বে, একবার কমবে, এটাই নিয়ম। কিন্তু বাংলাদেশে যখন বাড়ে, আর কমে না। লাফিয়ে লাফিয়ে বাড়ে। কারণ, সিন্ডিকেট করে তারা (আওয়ামী লীগ) টাকা নিয়ে বিদেশে পাচার করে।’
শনিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুবদল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। পুলিশ বেতনভুক্ত কর্মচারী, এ কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আপনাদের ঘরেও সন্তান আছে। ভেবে দেখুন, আপনার সন্তানের গায়ে কেউ হাত তুললে কেমন লাগবে। আমাদের টাকায় গুলি কিনছেন, আবার আমাদের মারছেন। এমন সময় আসবে, এ সরকারের পতন ঘটবে। তখন এ সরকারের একজনও মাঠে নামার সাহস পাবে না।’
বিএনপির শাসনামলে তিনবার পূজা ও রোজা একসঙ্গে হয়েছে, উল্লেখ করে তিনি বলেন, ‘সে সময় খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছিলেন। তখন কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি। এ সরকার উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে প্রমাণ করতে চাচ্ছে, তারা অসাম্প্রদায়িক। এটা প্রমাণ করে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে। এটা আমরা হতে দেবো না।’