
এবিএনএ : রাজধানী গুলশানে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজারসহ বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে যে বক্তব্য গণমাধ্যমে এসেছে তার দায় জঙ্গিদের, র্যাবের নয়। বৃহস্পতিবার সকালে র্যাব সদর দফতরে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ। র্যাব মহাপরিচালক আরও বলেন, গণমাধ্যমে তাবেলা হত্যাকাণ্ড নিয়ে বড় আকারে যাদের নাম প্রকাশিত হয়েছে, তাদের সবাই জঙ্গিবাদের সৃষ্টিকর্তা, রক্ষাকরী ও আশ্রয়দাতা হিসেবে পরিচিত। তিনি বলেন, ”র্যাব যেহেতু তাবেলা হত্যাকাণ্ডের তদন্ত করেনি, তাই তদন্তের বিষয়বস্তু নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এমনকি এর যথার্থতা নিয়ে আমাদের মন্তব্য করার কোনো প্রশ্নই আসে না।” বেনজীর আহমেদ আরও বলেন, মামলাটি এখনও আদালতে বিচারাধীন। তাই সাবজুডিশি বটেও। র্যাব প্রধানের মতে, কোনো ব্যক্তি ও গোষ্ঠীর দাবির নিরিখে তদন্ত হয় না, এটা নির্ভর করে সাক্ষ্য প্রমাণের ওপর।
Share this content: