বাংলাদেশরাজনীতিলিড নিউজ

নারায়ণগঞ্জ নিয়ে অন্ধকারে ঢিল ছুড়েছেন খালেদা: কাদের

এবিএনএ : নারাযণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন কেবল ওপরে ফিটফাট- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই বক্তব্যকে অন্ধকারে ঢিল মারা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই নির্বাচন যে সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ হয়েছে তা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই দেখেছে। কিন্তু বিএনপি নেত্রী ষড়যন্ত্র দেখছেন।

বুধবার রাজধানীতে এক আলোচনায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। মহান বিজয় দিবসের ৪৫ বছর উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের দিন বিএনপি এই নির্বাচনকে সুষ্ঠু বললেও ফলাফল ঘোষণার পর নানা প্রশ্ন তুলছেন দলের নেতারা। এই ভোটে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান হেরেছেন প্রায় ৮০ হাজার ভোটে। এই পরাজয়ের পর বিএনপির নেতারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ না তুললেও কিছু একটা হয়েছে ধাঁচের বক্তব্য দিচ্ছেন।

মঙ্গলবার রাতে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময়ে নারায়ণগঞ্জ ভোট নিয়ে কথা বলেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘বাইরে হলো সব ফিটফাট, ভেতরে হলো কী? বুঝতে পারছেন যে, ভেতরে যত রকমের দুনিয়ার ষড়যন্ত্র আর বাইরে থেকে সব ফিটফাট দেখায়। এটা বাংলাদেশের মানুষ, যে কোনো ধর্মের মানুষই এতো বোকা নয়, আজকাল ছোট বাচ্চারাও এগুলো বোঝে।’

তবে নারায়ণগঞ্জ ভোট বিএনপি সুনির্দিষ্ট অভিযোগ করেননি খালেদা জিয়াও। তিনি বলেন, ‘এবার এটা দিয়ে তিনারা খুব বাহাদুরি নিতে চাইছেন যে, আমাদের আমলে নিরপেক্ষ একটা ফেয়ার ইলেকশন হয়েছে। কিন্তু ফেয়ার হয়নি। ভোটের পারসেন্টটেজ— ইয়ে টিয়ে…, বুঝা যায় সব কিছু।’

পরদিন বিএনপি নেত্রীর এসব বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে এখন অন্ধকারে ঢিল ছুড়ছেন খালেদা জিয়া।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া বলছেন, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হচ্ছে। আসলে এখন বিএনপিই ব্যর্থ দলে পরিণত হয়েছে।’

জঙ্গিবিরোধী অভিযান নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জঙ্গি নির্মূলে আত্মতুষ্টির কোন কারণ নেই। এরা শেষ হয় না, এখন সুইসাইডাল এটাক দেখা যাচ্ছে বিশ্বব্যাপী। বার্লিন, প্যারিসের মত শান্ত শহরে জঙ্গির আক্রমনে কেঁপে ওঠে। গুলশান, শোলাকিয়া পর তাদের তৎপরতা থামে নাই। আশকোনায় জঙ্গি অভিযানে আত্মঘাতী নারী ও কিশোর নিজেদের বাঁচাতে ঢাল হিসেবে শিশুকে ব্যবহার করছে। তলে তলে আবার ভয়াবহ আক্রমনের পরিকল্পনা করছে না তা বলা যায় না।’

শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এখনও চলছে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সর্বশেষ বিমানে যা ঘটল, এটাকে হালকা ভাবে নেয়ার সুযোগ নেই। এটাও ষড়যন্ত্রেরই অংশ। বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এর আগেও তাকে ১৯ বার হত্যা চেষ্টা করা হয়েছে। এবার এটা ২০তম হত্যা চেষ্টা।’

সব সুচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন আর পাকিস্তানের ২৩ বিলিয়ন। তাদের জিডিপির প্রবৃদ্ধি ৪.৭ শতাংশ আর আমাদের ৭.১। পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। অন্তত ২৫টি সুচকে বাংলাদেশের পেছনে পড়েছে পাকিস্তান।

সংগঠনের সভাপতি এস এ মালেকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Share this content:

Back to top button