আন্তর্জাতিকলিড নিউজ

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৯ সেনা নিহত, নিখোঁজ ২৭

এবিএনএ: নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলায় নয় সেনা নিহত হয়েছেন। এ হামলার পর আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বুধবার খবরটি জানিয়েছে একটি নিরাপত্তা সংস্থা। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, মঙ্গলবার বোর্নো রাজ্যের গুদুমবালির একটি সামরিক ঘাঁটিতে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা হামলা চালায়।

নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র সগির মুসা বলেন, আমরা হামলাটি প্রতিহত করেছি। তবে কোনো সেনা নিহত বা নিখোঁজ হয়েছে কি না, তা জানা নেই। ২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহ শুরু করে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। তারপর থেকে এক দশকে ৩০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

বোকো হারামের একটি অংশ আইএসের আনুগত্য স্বীকার করে তৎপরতা শুরু করার পর তারাই ওই এলাকার প্রধান বিদ্রোহী শক্তিতে পরিণত হয়েছে। গত কয়েক বছরে তারা সামরিক ঘাঁটিগুলোতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

Share this content:

Back to top button