নন্দীগ্রামে সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে গেলেন মমতা

এবিএনএ : ১৫ রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামে সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে গেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজার পত্রিকার। প্রতিটি রাউন্ডে রীতিমতো ওঠানামা চলছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে টানটান উত্তেজনা নন্দীগ্রামে। গণনায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে থেকেই শুরু করেছেন। কিন্তু তাতে স্বস্তি নেই তাঁর অনুগামীদের। অন্য দিকে, তৃণমূল শিবির অনেকটাই নিশ্চিন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে।
তৃণমূল শিবির শুরু থেকেই মমতার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। সকালে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে গণনার শেষে শুভেন্দু এগিয়ে থাকলেও ১ নম্বর ব্লকে গণনা শুরু না হওয়ায় পিছিয়ে ছিলেন মমতা। ফলে আপাতত শুভেন্দু এগিয়ে থাকলেও মমতা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যাবেন বলেই বলে আসছিল নন্দীগ্রামের তৃণমূল শিবির। তবে সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় সেখানে ফল ঘোষণায় দেরি হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।রোববার গোটা রাজ্যে গণনা চললেও বাড়তি নজর নন্দীগ্রামের দিকে। গোটা দেশই তাকিয়ে রয়েছে তৃণমূলের আন্দোলন ভূমির দিকে।
এর আগে গণনার শুরু থেকে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রথম দুই রাউন্ডে গণনা শেষে ৮ হাজার ভোটে এগিয়ে ছিলেন মমতারই সাবেক অনুগত সহচর শুভেন্দু। কিন্তু তৃণমূল কংগ্রেস শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। দলের পক্ষ থেকে বলা হয়েছিল- সময় যত গড়াবে মমতার দিকেই যাবে ফলাফল।
Share this content: