জাতীয়বাংলাদেশলিড নিউজ

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু

এবিএনএ : একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এটি নতুন বছরের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ গত ৩০ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন।

বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ দেবেন। ইতোমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন করা হয়েছে।

অধিবেশনের শুরুতে স্পিকার শোক প্রস্তাব উপস্থাপন করেন। এরপর মারা যাওয়া সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মিলিত মোনাজাতে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন সংসদ সদস্যরা। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। এর আগে মুজিববর্ষ উপলক্ষে গত ৮ নভেম্বর জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলে।

Share this content:

Related Articles

Back to top button