আন্তর্জাতিক

নাইরোবিতে ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে শিশু উদ্ধার

এবিএনএ : কেনিয়ার রাজধানী নাইরোবিতে চারদিন আগে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের ভিতর থেকে দেড় বছর বয়সের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ওই ভবনটি ধসে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেখান থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

বিধ্বস্ত ভবনটি থেকে এ পর্যন্ত প্রায় ১৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।

নাইরোবিতে থাকা বিবিসি’র সাংবাদিক ইমানুয়েল ইগুনজা ভবন ধসের চারদিন পর জীবিত শিশু উদ্ধারের ঘটনাকে ‘অলৌকিক’ বলেছেন।

Share this content:

Back to top button