আন্তর্জাতিকলিড নিউজ
ধর্ষককে লাঠি দিয়ে পেটালো নারীরা (ভিডিও)

এবিএনএ : চারপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের বেশিরভাগই নারী। মাঝখানে নিথর হয়ে থাকা পুরুষটিকে যারা পেটাচ্ছেন তারাও নারী। গতকাল মঙ্গলবার ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি মেইলের এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সঙ্গে ভিডিওটি যুক্ত করে দেয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, ভারতের কোনো অঞ্চল থেকে ভিডিওটি ধারণ করা হয়। শিশু ধর্ষণ করায় ক্ষিপ্ত নারীরা লাঠি হাতে পিটিয়েছেন ধর্ষককে। ধর্ষকের দুই হাত আগে থেকে বেঁধে দেয়া হয়।
https://youtu.be/mChA8vSo8vI?t=68
Share this content: