
এবিএনএ: ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননার ঘটনায় পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বটেরহাট মাঝিপাড়া জেলেপল্লীর বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জনকে আটক করেছে পুলিশ। গত রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এতে জেলেপল্লীর মন্দিরসহ মোট ৬৫টি বাড়ির মধ্যে ২০/২২টি বাড়িতে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়েছে মর্মে প্রত্যক্ষদর্শীরা জানায়। আগুন নিয়ন্ত্রণে আনতে পীরগঞ্জ ও মিঠাপুকুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। একেকটা বাড়িতে ৩ হতে ৫টি করে ঘর ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই অতিরিক্ত পুলিশসহ সেনা সদস্য মোতায়েন করা হয়। এ ঘটনায় প্রায় অর্ধশত নারী পুরুষ আহত হয়েছে। এলাকাবাসী জানান, রোববার দুপুরের দিকে মাঝিপাড়ার এক হিন্দু তরুণ তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেয়। ওই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে ধর্ম অবমাননার অভিযোগ এনে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।
এক পর্যায়ে বিকেলে বটেরহাট মাঝিপাড়ায় হামলা করে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা একটি মন্দিরসহ বেশকিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে রাতে তারা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। মাঝিপাড়ার বাসিন্দা এক গৃহবধূ বলেন, আমার বাড়ির সব জিনিসপত্র লুটে নিয়ে গেছে। আমার তিনটি গরু আগুনে পুড়ে মারা গেছে। পুলিশ এসেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
Share this content: