
এবিএনএ : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা দুই দিন পেছানো হয়েছে। ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও এখন শুরু হবে ৩ ফেব্রুয়ারি সোমবার। শনিবার রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।
সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা সিটি নির্বাচনও পেছাতে পারে। নির্বাচন কমিশন এ ব্যাপারে বৈঠকে বসেছে।
Share this content: