লাইফ স্টাইল

দাম্পত্য বাঁচাতে মাসে অন্তত ১১ বার…

এবিএনএ : সদ্য বিবাহিত দম্পতিদের দাম্পত্য বাঁচাতে ও সংসারে সুখ-শান্তি অব্যহত রাখতে মাসে অন্তত ১১বার মিলিত হওয়া উচিত বলে একটি রিপোর্ট প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
রিপোর্টে বলা হয়েছে, স্ত্রীকে খুশি রাখতে মাসে অন্তত ১১বার মিলিত হওয়া উচিত দম্পতিদের। কারণ, সমীক্ষা বলছে, সুখী দম্পতিরা মাসে অন্তত ১১ বার মিলিত হন, অন্যদিকে সে তুলনায় বিবাহিত জীবনে যে দম্পতিরা অখুশি, তারা মাসে মাত্র চার থেকে পাঁচবার মিলিত হন।

রিপোর্টে আরও বলা হয়, বিয়ের প্রথম দু’বছর কেটে যাওয়ার পর দম্পতিদের জীবন খানিকটা থমকে যায়। বিয়ের পর যে উদ্দামতার সঙ্গে স্বামী-স্ত্রী মিলিত হন, সেই জোশ থাকে না। কিন্তু এটা একেবারেই করা উচিত নয়। দম্পতিদের মধ্যে খুনসুটি ও রোম্যান্স আগের মতোই থাকা উচিত।

সাইকোথেরাপিস্ট গ্যারি নুম্যান বলছেন, রোজকার একঘেয়ে জীবনযাপন, বিল মেটানো, সন্তানের অসুস্থতা, কম ঘুমের কারণে এমনিতেই স্বামী-স্ত্রীয়ের মেজাজ খিটখিটে হয়ে থাকে। দম্পতিদের মধ্যে ঝগড়া মেটাতে মিলন ম্যাজিকের মতো কাজ করে।

Share this content:

Back to top button