বাংলাদেশরাজনীতিলিড নিউজ

দলে উপযুক্ত মর্যাদা পেলে সম্পদ হবেন জয়: নাসিম

এ বি এন এ : সজীব ওয়াজেদ জয়কে দলে উপযুক্ত মর্যাদা দেয়া হলে তিনি আওয়ামী লীগের সম্পদ হবেন বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘জয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসবেন কিনা সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দল নেবে। আমি মনে করি, জয় দেশের সম্পদ, তিনি দলেরও সম্পদ হবেন।’

দুপুরে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক শেষে এ কথা বলেন নাসিম। উপ-কমিটির আগামী ২২ থেকে ২৩ অক্টোবর সোহারাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলটির সম্মেলন সফল করতে এ কমিটি গঠন করা হয়েছে।

এবারের জাতীয় সম্মেলনে রংপুরের কাউন্সিলর হিসেবে যোগ দেবেন সজীব ওয়াজেদ জয়। নাসিম বলেন, ‘এই সিদ্ধান্ত কেবল রংপুরবাসী নয়, অনুপ্রাণিত করেছে গোটা দেশকেই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগকে গতিশীল করতে আগামী জাতীয় সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন নাসিম। বলেন, ‘২০১৯ সাল আসতে খুব বেশি সময় নেই। সেই নির্বাচনের প্রস্তুতির জন্য দলকে আরও সুসংগঠিত করতে হবে। এর মাধ্যমে আমাদের আগামী নির্বাচনের বিজয়ের পথ সুগম হবে।’

এবারের সম্মেলনে জামায়াত ও স্বাধীনতাবিরোধী দল ছাড়া ছাড়া দেশের সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হবে বলে জানান নাসিম। জানান, ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তাঁরা সম্মেলনে যোগ দেয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেননি। বলেন, ‘আমরা আশা করি আমন্ত্রিত সব অতিথির আগমন আমাদের সম্মেলনকে আরও বর্ণাঢ্য করবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, উপ-কমিটির সদস্য সচিব দীপু মনি, কমিটির সদস্য সাহারা খাতুন, মাহবুবউল আলম হানিফ, ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক, ফারুক খান, খালিদ মাহমদু চৌধুরী,মনিরুজ্জামান মনির প্রমুখ।

Share this content:

Back to top button