
এবিএনএ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি দলীয় সিদ্ধান্তে ‘কৌশলের অংশ’ হিসেবে শপথ নিচ্ছেন না। গণমাধ্যমে তার শপথ গ্রহণ নিয়ে নানা সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন ‘আওয়াজ’ এর এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনের নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে কয়েকটি চ্যানেল ও কিছু কিছু পত্রিকায় বলা হচ্ছে, আমি শপথ নেওয়ার জন্য সময় চেয়ে আবেদন করেছি। স্ট্রেইট অ্যান্ড সিম্পল, আমি কোনো চিঠি দেইনি, কোনো সময় চাইনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, এখন আপনারা (গণমাধ্যম কর্মীরা) আমাকে প্রশ্ন করতে পারেন, আপনার দলের সিদ্ধান্ত হলো, তাহলে আপনি শপথ নিলেন না কেনো? এক্ষেত্রে বলব, এটাও আমার দলের সিদ্ধান্ত। এটা আমাদের কৌশল, সেই কৌশলের অংশ হিসেবে আমি শপথ নেইনি, আমি শপথের জন্য কোনো চিঠি দেইনি। বিএনপির চার সদস্যের শপথ গ্রহণের বিষয়টি দলের সিদ্ধান্তেই হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট হয়নি, কোনো নির্বাচনই ছিলো না, ২৯ তারিখ রাতেই ভোট চুরি হয়ে গেছে। জনগণের সঙ্গে পুরোপুরিভাবে প্রতারণা করে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে শাসক দল নির্বাচন তাদের দিকে নিয়ে গেছে। জনগণের ক্ষোভের ধারাবাহিকতায় সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা শপথ গ্রহণ করবো না। কিন্তু আমরা বিশ্বাস করি, কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে থাকবে, স্থবির হয়ে থাকবে- এটা সব সময় সঠিক নয়। বিশেষ করে বর্তমানে যে রাজনীতি চলছে সারা বিশ্বে, তাকে প্রেক্ষিতে নিয়ে আমরা ন্যূনতম যে সুযোগটুকু আছে সংসদে কথা বলার সেই সুযোগটিকে কাজে লাগানোর জন্য সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছেন। তবে আমরা এ সিদ্ধান্তটা খুব খারাপ বলে মনে করি না। আমাদের এই সিদ্ধান্তের পেছনে বড় যুক্তি যেটা- এই সামান্যতম যে স্পেসটা রয়েছে, সেই স্পেসটাকে ব্যবহার করা। সোমবার সন্ধ্যায় স্পিকারের কাছে শপথ নিয়ে অধিবেশনে যোগ দেন বিএনপি থেকে নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। বিএনপি থেকে নির্বাচিত হয়ে পাঁচ দিন আগে শপথ নেওয়া ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদও তাদের সঙ্গে ছিলেন। এরপর সোমবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।
Share this content: