
এবিএনএ: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে ওই মামলায় দেয়া সাজার প্রতিবাদে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট থেকে শিশু পার্ক পর্যন্ত ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে এবং তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে দাবি করে প্রতিবাদে মিছিলে মূহুর্মূহু শ্লোগান দেন।
Share this content: