আন্তর্জাতিক

থাইল্যান্ডে রাজ পরিবারকে অসম্মানের দায়ে রাজার সহকারীর জেল

এবিএনএ : থাইল্যান্ডে রাজ পরিবারকে অসম্মান ও অন্যান্য অভিযোগে দেশটির নতুন রাজা মহা ভাজিরালংকর্নের জ্যেষ্ঠ সহকারী চিতপং থোংকুমকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সামরিক আদালত এ রায় দেয়। অসম্মানজনক আচরণের মাধ্যমে রাজ পরিবারের বিশ্বাসভঙ্গ ও মারাত্মক ক্ষতি করার জন্য রাজার ডেপুটি চিফ অব স্টাফ চিতপং থোংকুমকে বরখাস্ত করার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ রায় দেওয়া হলো।

এক বিবৃতিতে পুলিশ জানায়, রাজপরিবারের মানহানিকর আইন লংঘন ছাড়াও রাষ্ট্রীয় কার্যালয়ে চুরির অভিযোগেও অভিযুক্ত হয়েছেন চিতপং। এ ছাড়াও তিনি চিকিৎসা ও প্রসাধন আইনও লঙ্ঘন করেন। সামরিক আদালতের এক মুখপাত্র এই মামলা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। উল্লেখ্য, থাই রাজ পরিবারের মানহানি বিষয়ক আইনটি খুবই কঠোর।

Share this content:

Related Articles

Back to top button