এবিএনএ: আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কারণে ঢাকায় পেছানো গণমিছিলের কর্মসূচি শুক্রবার পালন করবে বিএনপি। এদিন ১০ ডিসেম্বরের মতোই ঢাকায় আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শুক্রবার ঢাকায় বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ১০ ডিসেম্বরের মতোই সতর্ক পাহারায় থাকবে। ঢাকাসহ সারা দেশেই এই সতর্ক পাহারা বসানো হবে।’ সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা অগ্নিসন্ত্রাস করবে, ভাঙচুর করবে, সেখানে কি দাঁড়িয়ে থাকব, ললিপপ খাবো?’
গত ১০ ডিসেম্বর বহুল আলোচিত ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে সরকার পতন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১০ দফা ঘোষণার পর ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি দেয় বিএনপি। তবে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কারণে ঢাকায় গণমিছিলের কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর করে বিএনপি। অন্যান্য মহানগর ও জেলায় ২৪ ডিসেম্বরে গণমিছিল করে দলটি।
বিএনপিকে ঢাকায় গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতৃমন্ত্রী বলেন, ‘তবে তাদের কোনো শর্ত দেওয়া হয়নি। কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে বলা হয়েছে। গণমিছিলের রাস্তাও তাদের সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। এই দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে।