বিনোদন

ঢাকায় আসছেন কলকাতার ঋত্বিকা

এবিএনএ : কলকাতার জনপ্রিয় নায়িকা ঋত্বিকা সেন ঢাকায় আসছেন। যৌথ প্রযোজনায় নির্মিত ‘গাদ্দার’ ছবির শুটিংর জন্যই তাঁর বাংলাদেশে আগমন। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের কিবরিয়া লিপু এবং কলকাতার নির্মাতা নেহাল দত্ত। বাংলাদেশের শহিদুল্লাহ দুলালের গল্পে ‘গাদ্দার’ ছবির সংলাপ লিখেছেন কলকাতার এন কে সলিল।

ছবিতে ঋত্বিকা সেনের নায়ক বাংলাদেশের শ্রাবণ খান। শ্রাবণ বলেন, আগামী মাসের ৭ তারিখ ঢাকায় আসবেন ঋত্বিকা। তারপর ১৫ মার্চ পর্যন্ত উত্তরা এবং সোহাগপল্লীতে ‘গাদ্দার’ ছবির শুটিং করবেন। আজ-কালের মধ্যেই ঋত্বিকার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু হঠাৎ তার পরীক্ষা শুরু হয়। তাই আসতে পারেননি

রবি কিনাগী পরিচালিত ‘হানড্রেড পার্সেন্ট লাভ’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন কলকাতার এই নায়িকা। এরপর ‘আরশি নগর’, ‘বরবাদ’ নামক ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে মেলে ধরেন।

Share this content:

Related Articles

Back to top button