বিনোদন

আবার ঢাকায় পাওলি দাম

এবিএনএ : কলকাতার আলোচিত অভিনেত্রী পাওলি দাম সবসময়য়ই তার অভিনয় নিয়ে সব মহলেই প্রসংশিত হয়েছেন। তবে অনস্ক্রিনে খোলামেলাভাবে নিজেকে সাহসী উপস্থাপনের জন্য তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে ছিলেন। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার ফ্লাইটে পাওলি দামের ঢাকায় আসার কথা রয়েছে।

‘সত্তা’ছবির একটি গানের শুটিংয়ে অংশ নিতে আসছেন পাওলি দাম। ছবিটির পরিচালক এ খবরটি নিশ্চিত করেছেন। ঢাকায় এসে তিনি আজ বিশ্রাম নিবেন। কাল শনিবার সকালের ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন পাওলি।

পরিচালক সূত্রে জানা গেছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে কক্সবাজারে ‘সত্তা’ছবির দুটি গান ও কয়েকটি দৃশ্যের শুটিং হবে। যে দুটি গানের শুটিং করা হবে তার কোরিওগ্রাফি করবেন মাসুম বাবুল। তাই আজ দুপুরের দিকেই কক্সবাজারের উদ্দেশ্যেই ঢাকা ত্যাগ করছেন ‘সত্তা’ছবির নায়ক শাকিব খান।

শাকিব খান ও পাওলি দাম ছাড়া ‘সত্তা’ ছবিতে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন, ডন, শিমুল খানসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল। আর এ ছবির সব কটি গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, মমতাজ, বাপ্পা মজুমদার, মিলা প্রমুখ।

Share this content:

Back to top button