জাতীয়বাংলাদেশলিড নিউজ

বরগুনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ

এবিএনএ : শপথ নিয়েছেন বরগুনা জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আবুল কাসেম।
বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অফিস কক্ষে আবুল কাসেমের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই সদস্যকে শপথবাক্য পাঠ করান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরূহা সুলতানা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দেশের আটটি বিভাগের ৬১টি জেলা পরিষদের নবনির্বাচিত ১ হাজার ১৬৯ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

Share this content:

Related Articles

Back to top button