
এবিএনএ : মাসিক পর্নোগ্রাফি ম্যাগাজিন হাসলারের প্রকাশক ল্যারী ফ্লিন্ট। রবিবার নামকরা মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোষ্টে পুরো এক পাতা জুড়ে একটি বিজ্ঞাপন দিয়েছেন তিনি। বিজ্ঞাপনটিতে কোন ছবি নেই। আছে বড় বড় অক্ষরে লেখা কিছু বার্তা যা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা।
ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, কেউ যদি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নোংরা কোন তথ্য দিতে পারেন তাহলে তাকে এক কোটি ডলার পুরস্কার দেয়া হবে। তবে সে তথ্য এমন তথ্য হতে হবে যা প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য যথেষ্ট হয়।
Share this content: