ডিকভিলাকে তৃতীয় শিকার বানালেন মেহেদী মিরাজ

এবিএনএ : দ্বিতীয় দিন সকাল থেকেই হাত খুলে মারতে শুরু করেছিলেন নিরোশান ডিকভিলা। কুশল মেন্ডিসের সঙ্গী হয়ে ১১০ রানের জুটি গড়েছিলেন পঞ্চম উইকেটে। ১৯৪ রানে মেহেদী মিরাজের শিকার হয়ে কুশল মেন্ডিস বিদায় নেওয়ার পর তিনিও ফিরলেন ৭৬ বলে ৭৫ রান করে। শিকারী সেই মেহেদী মিরাজ। ইনিংসটি খেলতে গিয়ে তিনি ৬টি চার এবং ১টি ছক্কা হাঁকান। এখন পর্যন্ত শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
মিরাজের বলটি মিডউইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন ডিকভিলা। কিন্তু বলটি হঠাৎই টার্ন করায় সেটি ক্যাচে পরিণত হয়ে থার্ডম্যানের দিকে চলে যায়। নিখুঁতভাবেই বলটি তালুবন্দি করেন মাহমুদ উল্লাহ। গল টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে মেহেদী মিরাজ সর্বোচ্চ ৩ উইকেট নিলেও রান অবশ্য সবার চেয়ে বেশি দিয়েছেন। অন্যদিকে সবার চেয়ে কম রান দিয়ে মুস্তাফিজ নিয়েছেন ১ উইকেট। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪৪২ রান।
Share this content: