এ বি এন এ : মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্প ক্রোয়েশিয়াতে ছুটি কাটাচ্ছেন ওয়েনডি ডেং মার্ডোকের সাথে।
গুঞ্জন আছে ওয়েনডি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রেম করছেন।
এছাড়া তিনি পৃথিবীর অন্যতম বড় মিডিয়া কোম্পানির মালিক মোগল রোপার্ট মার্ডকের সাবেক স্ত্রী।
ইভাংকা এবং কুশনারের মাঝে বিয়ের আগে যখন ধর্ম ভিত্তিক সমস্যা চলছিল তখন ওয়েনডিই তাদের এক করার উদ্যোগ নেন।
অন্যদিকে ইউএস উইকলি চলতি বছরের মার্চ মাসে জানায়, ওয়েনডি ডেং মার্ডক রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সাথে প্রেমের সম্পর্কে আছেন।
রাশিয়ান রাজনীতির একজন উচ্চপদের নেতা তাদের জানিয়েছে রুশ প্রেসিডেন্ট এবং ওয়েনডি সত্যকার অর্থে সম্পর্কিত।
যদিও পুতিন এবং ওয়েনডি এর একসাথে কোন ফটো নেই এবং তারা নিজেদের সম্পর্ককে শুরু থেকে অস্বীকার করে আসছেন।
জুলাইয়ের শেষ দিকে ওয়েনডি বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভগকে জানান, তিনি কখনো পুতিনের সাথে দেখাও করেননি।
উল্লেখ্য, সমালোচিত ট্রাম্প গত কয়েকমাসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পক্ষ নিয়ে কথা বলায় সমালোচিত হয়েছেন। এমনকি ট্রাম্পের বিরুদ্ধে এ নিয়ে তদন্তও হয়েছে।
এছাড়া ট্রাম্পের প্রচারণার কাজে নিযুক্ত ব্যবস্থাপক রাশিয়ার রাজনীতিবিদদের সাথে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।