,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

ট্রাম্পকে একহাত নিলেন মিশেল ওবামা

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে একহাত নিয়েছেন। তিনি ট্রাম্পের কঠোর নিন্দা করেছেন।

৮ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ফিলাডেলফিয়ায় চলছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন। এ সম্মেলন থেকে প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। এর প্রথম দিনে বক্তব্য রাখেন মিশেল ওবামা। হিলারি ক্লিনটনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ট্রাম্পর্কে ‘গুঁয়ারের’ সঙ্গে তুলনা করেছেন তিনি।

ট্রাম্প সম্পর্কে মিশেল ওবামা বলেন, টেলিভিশনে বিশেষ ব্যক্তিদের ঘৃণাভরা ভাষা এ দেশের প্রকৃত শক্তিকে প্রকাশ করে না। তার এ কথার পর মুহুর্মুহু করতালিতে মুখরিত হয় সম্মেলনস্থল।

ট্রাম্প ও রিপাবলিকানদের উদ্দেশে মিশেল বলেন, তারা তাদের স্তরে থাক। আমাদের কাজ হলো- তারা যখন নিচে নামে, আমরা থাকি ওপরে।

তবে হিলারি তার বক্তব্যে কখনো ট্রাম্পের নাম উচ্চারণ করেনি। তিনি প্রতিপক্ষের উদ্দেশে তার বক্তব্য রেখেছেন।

এর আগে সম্মেলনে ভাষণ দেন প্রেসিডেন্ট পদে হিলারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী একমাত্র নেতা ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি হিলারিকে স্বাগত জানিয়ে তার সমর্থকদের হিলারির প্রতি সমর্থন দিতে বলেন।

হিলারি সম্পর্কে স্যান্ডার্স বলেন, ডোনাল্ড ট্রাম্প যখন বিভিন্ন গোষ্ঠীকে নিয়ে ভর্ৎসনায় লিপ্ত রয়েছেন, তখন হিলারি মনে করেন, এই ভিন্নতাই আমাদের শক্তি।

হিলারিকে সমর্থন করায় স্যান্ডার্সের কিছু সমর্থক ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা হিলারিকে ভোট দেবেন না বলে স্লোগান দিতে থাকেন। স্যান্ডার্সের সমর্থকদের মধ্যে কেউ কেউ নিরবতা (সাইলেন্সড) লেখা টেপ মারেন তাদের মুখে।

মিশেল ওবামা বলেন, আমি চাই এমন কেউ আমার স্বামীর উত্তরসূরি হোন, যিনি কাজ জানেন এবং তা গুরুত্ব সহকারে গ্রহণ করেন। তার মতে, হিলারি ক্লিনটনই সেই যোগ্য উত্তরসূরি।

ট্রাম্পকে উদ্দেশ্য করে পাঁচবার কথা বলেন মিশেল-
১। যখন কিছু লোক নিষ্ঠুর বা গুঁয়ারের মতো কাজ করে, তখন তাদের সেই স্তরে থাকতে দিন।
২। আমরা তাদের (তাদের মেয়েদের) বলেছি, তোমরা সেইসব লোককে এড়িয়ে যাও, যারা তোমাদের বাবার নাগরিকত্ব বা বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন।
৩। কখনো কাউকে বলতে দিও না, এই দেশ মহান নয়।
৪। আদর্শ প্রেসিডেন্টের চামড়া পাতলা হতে পারে না এবং উত্তেজনা বা বাচালপ্রবণ হতে পারেন না।
৫। আমাদের ছেলে-মেয়েরা এখন নিশ্চিত, একজন নারীও হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

মিশেল তার বক্তব্যে হিলারিকে ‘প্রকৃত সরকারি কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করেন। হিলারি এ জাতির সন্তানদের জন্য আন্তনিয়োগ করেছেন এবং চাপে কখনো পিছপা হননি।

মিশেলের বক্তব্যের পর এক এক টুইটে স্ত্রীর প্রশংসা করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। অবিশ্বাস্য নারীর অবিশ্বাস্য বক্তব্য …মিশেল, আমি তোমাকে ভালোবাসি।

এদিকে রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের সমালোচনা করাতে পটু ট্রাম্প বার্নি স্যান্ডার্সের উদ্দেশে বলেছেন, হিলারির কাছে ‘বিক্রি হয়ে গেছেন’ স্যান্ডার্স।

সম্মেলনে যোগ দেওয়া ডেমোক্র্যাট নেতা করি বুকার এবং এলিজাবেথ ওয়ারেনের নিন্দা করলেও ট্রাম্প একবারও মিশেল ওবামার নাম উচ্চারণ করেননি।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited