খেলাধুলা

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, টি২০তে সাইফুদ্দিনের অভিষেক

এবিএনএ : স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ২-ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে।
এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে ফাস্ট বোলার মোহাম্মদ সাইফুদ্দিনের। আর সবচেয়ে দু:খজনক হয়ে এসেছে মাশরাফির অবসরের খবর। টসে জিতে সাক্ষাৎকারে মাশরাফি জানিয়ে দেন লঙ্কান সিরিজ শেষেই টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়ে নিচ্ছেন নড়াইল এক্সপ্রেস।
বাংলাদেশের স্কোয়াড. তামিম, সৌম্য, সাব্বির, মুশফিকুর, সাকিব, মোসাদ্দেক, মাহমুদুল্লাহ সাইফুদ্দিন, মাশরাফি (অধিনায়ক), তাসকিন, মোস্তাফিজুর।
শ্রীলঙ্কা স্কেয়াড. কুশাল পেরেরা, দিলশান মুনাবীরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), চামারা কাপুগেদারা, অসোলা গুনারাত্নে, মিলিন্দা সিরিওয়ারদানা, থিসারা পেরেরা, সেকুয়া প্রসান্না, ভিকুম সাঞ্জায়া, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা।

Share this content:

Back to top button