আমেরিকালিড নিউজ

জর্জ বুশ সিনিয়র আর নেই

এবিএনএ: যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ (বুশ সিনিয়র) মারা গেছেন। বুশ পরিবারের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ৯৪ বছর বয়সে জর্জ বুশ সিনিয়র শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জর্জ এইচ ডব্লিউ বুশের ছেলে প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ খবর নিশ্চিত করেছেন।
জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে বলেছেন, ‘জেব, নেইল, মারভিন, ডোরো ও আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে ঘোষণা করছি যে, ৯৪টি উল্লেখযোগ্য বছরের পর আমাদের প্রিয় পিতা মারা গেছেন। জর্জ এইচ ডব্লিউ বুশ খুব উন্নত চরিত্রের মানুষ এবং সেরা পিতা ছিলেন, যা একজন ছেলে কিংবা মেয়ে আকাঙ্ক্ষা করতে পারেন।’ জর্জ বুশ সিনিয়র যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এর আগে দুই দফায় প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে জনপ্রিয়তার রেটিংয়ে ৯০ শতাংশ অর্জন সত্ত্বেও অভ্যন্তরীণ বিষয়ে অবহেলার দায়ে ১৯৯২ সালে বিল ক্লিনটনের কাছে নির্বাচনে হেরে যান বুশ সিনিয়র। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় বৈমানিক ছিলেন বুশ সিনিয়র। এরপর টেক্সাসের তৈল ব্যবসায় বিত্তশালী হয়ে ওঠা বুশ সিনিয়র ১৯৬৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। গত এপ্রিলে স্বাস্থ্যের অবনতি ঘটলে বুশ সিনিয়রকে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এর এক সপ্তাহ পর তার স্ত্রী বারবারা বুশ মারা যান। পরে বুশ সিনিয়র অবশ্য কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছিলেন।

Share this content:

Related Articles

Back to top button