
এবিএনএ: দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী চার সংসদ সদস্যের শপথ গ্রহণের পরপরই জরুরি সংবাদ সম্মেলনের ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে বিএনপি। এরপর দলের কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নেন বিএনপি থেকে নির্বাচিতরা কেউ শপথ নেবেন না।
কিন্তু গত ২৫ এপ্রিল অনেকটা আকস্মিকভাবেই শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসেন বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান। পরে তাকে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর আজ বিকেলে দলের মহাসচিব ছাড়া বাকিরাও শপথ নেন।
Share this content: