বিনোদন

জঘন্যের খেতাব পেল দিলওয়ালে ও সোনাম!

এবিএনএ : ২০১৫ সালের সবচেয়ে জঘন্য সিনেমার খেতাব পেয়েছে শাহরুখ খান অভিনীত দিলওয়ালে। অপরদিকে সালমানের সাথে জুটিবদ্ধ হয়ে ‘প্রেম রতন ধান পায়ো’ সিনেমায় অভিনয়ের জন্য জঘন্য অভিনেত্রীর খেতাব পেয়েছেন সোনাম কাপুর।

২০১৫ সালের বলিউড সিনেমার একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আজ এই ফলাফল ঘোষণা করা হয়। শুধু এখানেই শেষ নয়। সোনামের সাথে সাথে ছবির পরিচালকও ‘অনেক হয়েছে এবার থেমে যান’ পুরষ্কারে ভূষিত হয়েছেন। সবচেয়ে খারাপ অভিনেতা হিসেবে পুরষ্কার পায় সুরাজ পাঞ্চলি।

গোল্ডেন কেরালা অ্যাওয়ার্ড নামের এই পুরষ্কার মূলত খারাপের হিসাব করে দেয়া হয়। তবে এটি মূলত অনলাইনে ভোটিং এর মাধ্যমে শুধু মজা করার জন্য প্রদান করা হয়।

Share this content:

Back to top button