এ বি এন এ : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ ও উত্তীর্ণের সংখ্যা বেড়েছে। সব শিক্ষাবোর্ডে ছাত্রের তুলনায় ছাত্রীরা শূন্য দশমিক ১৯ শতাংশ বেশি পাস করেছে।
বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত বছরের তুলনায় এবার পাসের হার ১.২৫ ভাগ বেড়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ও বিজ্ঞান বিভাগে উত্তীর্ণের সংখ্যা বেড়েছে। সব সূচকে ফলের মান বৃদ্ধির পেছনে শিক্ষা মন্ত্রণালয় বেশ কিছু ভূমিকা রেখেছে। এর মধ্যে বিনামূল্যে ও সঠিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দেয়া, টেলিভিশনে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের পাঠদান প্রচার, নকল বিরোধী ব্যাপক প্রচারণা ও তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার উল্লেখযোগ্য।
মন্ত্রী বলেন, পুরো শিক্ষা ব্যবস্থার জন্য এ তথ্যগুলো খুবই ইতিবাচক। শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত নানা পদক্ষেপ, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের অক্লান্ত প্রচেষ্টাসহ সমগ্র শিক্ষা পরিবারের সার্বিক সহযোগিতায় এ অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে।
তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ়প্রতিজ্ঞ। গতবারের মত এবারো সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশিত হয়েছে। ফলাফল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ই-মেইলে নির্ধারিত সময়ে পাঠানো হবে। তারা প্রয়োজনে ফলাফল ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে।