আন্তর্জাতিকলিড নিউজ

১৬ মার্চ বাংলাদেশে আসছেন মোদি: হিন্দুস্তান টাইমস

এবিএনএ : আগামী ১৬ মার্চ বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তার এ সফর। ভারতীয় প্রধানমন্ত্রী দপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১১ ডিসেম্বর রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের পর বাংলাদেশের তিনজন মন্ত্রী বিভিন্ন কারণ দেখিয়ে ভারত সফর বাতিল করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, সিএএ এবং এনআরসি সত্ত্বেও মোদির এই সফর দুই দেশের সম্পর্কের দৃঢ়তার দিকে ইঙ্গিত দেয়।

Share this content:

Related Articles

Back to top button