
এবিএনএ: তুরস্কের ইস্তাম্বুল থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের আগে প্রতিকূল আবহাওয়ার কারণে অতিরিক্ত ঝাঁকুনিতে তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের এক ক্রুসহ অন্তত ৩০ আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার এ ঘটনায় আহতদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ইস্তাম্বুল থেকে ৩২৬ যাত্রী এবং ২১ ক্রু নিয়ে উড্ডয়নের পর নিউইয়র্কে অবতরণের প্রায় ৪৫ মিনিট আগে আটলান্টিক মহাসাগরের ওপর ভয়াবহ এয়ার টারবিউলেন্স বা ঝাঁকুনির কবলে পড়ে বিমানটি। তবে এ ঘটনার পরও বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের এভিয়েশন ওয়েদার সেন্টার নিউ ইংল্যান্ডের আকাশে শনিবার সন্ধ্যায় ‘ভয়াবহ ঝাঁকুনি’হতে পারে বলে সতর্কতা জারি করেছিল। এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তার্কিশ এয়ারলাইন্স।
Share this content: