আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

গুলশান বনানী বারিধারা ধানমণ্ডির অবৈধ স্থাপনা সরানো নির্দেশ

এবিএনএ : রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি এলাকার অননুমোদিত বাণিজ্যিক ভবন ও অবৈধ স্থাপনা ১০ মাসের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের অভিযানের প্রেক্ষাপটে ২৩৩টি রিট আবেদন একসঙ্গে নিষ্পত্তি করে বুধবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ ও একেএম জহুরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বিএম আলতাফ হোসেন। রাজউকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এবিএম আলতাফ হোসেন বলেন, বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা নিয়ে রিট আবেদন হয়েছে ও রুল জারি করা হয়েছে। এসব আবাসিক এলাকায় যেসব বাণিজ্যিক ভবন আছে সেগুলোও সরিয়ে নিতে বলা হয়েছে।
এই দশ মাসের মধ্যে ওইসব স্থাপনায় রাজউক বা কোনো সেবা সংস্থা কোনো ধরনের উচ্ছেদ অভিযান চালাতে পারবে না বা গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। দশ মাসের মধ্যে মালিকরা স্থাপনা সরিয়ে না নিলে রাজউক নোটিস ছাড়াই সেখানে উচ্ছেদ অভিযান চালাতে পারবে।

Share this content:

Related Articles

Back to top button