লাইফ স্টাইল

যে কারনে গর্ভধারণ কঠিন হয় নারীদের!

এবিএনএ : নতুন এক গবেষণায় সাবধান বাণী দেওয়া হয়েছে কর্মজীবী নারীদের জন্যে। সেখানে বলা হয়, কাজপাগল নারী যারা ভারী জিনিস উত্তোলন করেন তাদের পক্ষে গর্ভধারণ করা এত সহজ নয়। হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ-এর এক দল গবেষক এ গবেষণা করেন। প্রধান গবেষক অড্রে গাসকিনস জানান, গবেষণায় দেখা গেছে, অফিসে বা বাড়িতে যে সকল নারী সারাক্ষণ কাজ করতে পছন্দ করেন ও ভারী জিনিস উত্তোলন করেন, তাদের পক্ষে গর্ভধারণ প্রক্রিয়া কঠিন হয়ে পড়ে।

এ গবেষণায় গবেষকরা এমন নারীদের বহু তথ্য পর্যালোচনা করেন যারা গর্ভধারণের চেষ্টা করছেন। এদের সবার বয়স ৩৩ বছরের মধ্যে। দেখা গেছে, এ সকল নারীদের ৪৪ শতাংশের সমস্যা স্থূলতা এবং ২২ শতাংশ ধূমপায়ী ছিলেন বা এখনো ধূমপান করছেন। এ ছাড়া ১৬ শতাংশের এ ধরনের সমস্যা না থাকা সত্ত্বেও তারা গর্ভধারণ করতে পারছেন না।

গবেষণায় জানা যায়, এদের সবাই সকালে বা রাতে অথবা সারাদিন জুড়েই প্রচুর পরিশ্রম করেন। এদের মধ্যে এক-তৃতীয়াংশ নারী দিনে প্রায় আট ঘণ্টার মতো দাঁড়িয়ে কাজ করেন। আর ৪০ শতাংশ দিনে অন্তত পাঁচবার ভারী জিনিস উত্তোলনের কথা জানান।

গবেষণায় জানা যায়, যারা ভারী বস্তু উত্তোলন করেন তাদের গর্ভধারণের সময়কাল ৩৩ শতাংশ দীর্ঘ হয়ে পড়ে। এ ছাড়া দীর্ঘ সময় অন্যান্য কাজেও ব্যস্ত থাকলে নারীদের গর্ভবতী হওয়া কঠিন হবে। কাজেই যে সকল কর্মজীবী নারী সন্তান ধারণ করতে চান তাদের বিষয়টি মাথায় রাখতে হবে।

Share this content:

Back to top button