জাতীয়বাংলাদেশলিড নিউজ

গণভবনে প্রধানমন্ত্রী

এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে সরকারি বাসভবন গণভবনে পৌঁছেছেন। এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টার দিকে গণভবনের দিকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। এসময় পথে-পথে তাকে গণ-অভ্যর্থনা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের প্রতি সাড়া দেন।

দুপুর থেকেই বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গণভবন পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর কানাডা ও যুক্তরাষ্ট্রে গ্লোবাল ফান্ড সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যান। সেখানে ২০ সেপ্টেম্বর জাতিসংঘের ৭১তম অধিবেশনে যোগ দেন তিনি।

Share this content:

Related Articles

Back to top button