এবিএনএ : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআর কঙ্গোতে বেসামরিক বাহিনীর যোদ্ধারা পুলিশের একটি বহরে হামলা চালিয়ে অন্তত ৪০ পুলিশ অফিসারকে শিরশ্ছেদ করে হত্যা করেছে। কঙ্গোর মধ্যাঞ্চলীয় কাসাই প্রদেশে এ ঘটনা ঘটেছে। খবরটি জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।
খবরে বলা হয়েছে কামউইনা সাপু নামের যোদ্ধারা পুলিশ বহরটির ওপর হামলা চালায়। সাপু গোষ্ঠীর ভাষায় কথা বলতে পারা ছয় পুলিশ কর্মকর্তাকে না মেরে ছেড়ে দেয়। কিন্তু বাকি সবাইকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়। এমনটাই জানিয়েছে কাসাই সভাপতি ফ্রাসোয়া কালাম্বা।
গত অগাস্টে নিরাপত্তা বাহিনী কামউইনা সাপু গোষ্ঠীর নেতাকে হত্যা করার পর থেকে কাসাইয়ের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। শুক্রবার শিকাপা ও কানানাগা এলাকার মধ্যবর্তী স্থানে টহল দেওয়ার সময় পুলিশ বহরটির ওপর হামলা চালানো হয়।
প্রাদেশিক গভর্নর অ্যালেক্সি এনকান্দে মাইওপোম্পা জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে। জাতিসংঘ বলেছে, কামউইনা সাপু গোষ্ঠীর নেতা জ্যা পিয়েরে পান্ডিকে হত্যা করার পর সৃষ্ট অস্থিরতায় কাসাই অঞ্চলে এ পর্যন্ত ৪০০ জন নিহত ও দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
২০১৬ সালের জুনে কামউইনা সাপু গোষ্ঠী তাদের নেতাকে স্থানীয় প্রধান হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করে ওই অঞ্চল থেকে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে সরিয়ে নেওয়ার দাবি তোলে। এর দুই মাস পর তাদের নেতা পান্ডিকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।
উল্লেখ্য, ডিআর কঙ্গো বা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র। পূর্বে এটি জায়ার নামে পরিচিত ছিল।
Share this content: