এ বি এন এ : বর্তমানে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। তাই হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে প্রয়োজন একটি নিরপেক্ষ নির্বাচন। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম বলেন, গণতন্ত্র আজ মরে গেছে। দেশনেত্রী খালেদা জিয়া হারানো গণতন্ত্রকে পুনরূদ্ধার করেছিলেন। কিন্তু আজ সেই গণতন্ত্র নির্বাসিত হয়েছে। দেশে চোর-বাটপারের অভাব নেই মন্তব্য করে তিনি বলেন, আমেরিকা কিংবা সুইজারল্যান্ডে একটি রাস্তা করতে যে খরচ হয় তার চেয়েও বেশি খরচ হয় বাংলাদেশের রাস্তা নির্মাণ করতে। কিন্তু সেই রাস্তা যদি তাদের চেয়ে বেশি দিন যেত তবেও সেটা মেনে নেওয়া যেত। কিন্তু একটি রাস্তা কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হলেও সেটা বেশিদিন টেকে না। কারণ সবকিছু এখন চোরের পেটে যাচ্ছে। কথায় কথায় আজ মামলা দেওয়া হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এখন বিএনপির কর্মীরা কোথাও গিয়ে সামান্য কথা বললেও সেটা মামলা হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ কিংবা অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী দেশ ধ্বংস করে ফেললেও তার নামে কোনো মামলা হয় না। কারণ তিনি সরকারের লোক। আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সহসভাপতি গোলাম সরোয়ার, সাইফুল, রাশেদ আহম্মেদসহ প্রমুখ।