জাতীয়বাংলাদেশলিড নিউজ

ডিসি সম্মেলনের সমাপ্তি, জঙ্গিবাদ দমনে গুরুত্বারোপ

এ বি এন এ : সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

চার দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিন শুক্রবার সচিবালয়ে সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ডিসি সম্মেলনে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।’

জেলা প্রশাসকদের কী বার্তা দেয়া হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘ম্যাসেজ তো অনেকগুলো। একটা বড় মেসেজ হল- জঙ্গিবাদ এবং সন্ত্রাদের বিরুদ্ধে জেলা প্রশাসকদের নিজ নিজ অধিক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।’

শফিউল আলম বলেন, ‘সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে, তাদেরকে সেনসেটাইজড করে জঙ্গিবাদ এবং সন্ত্রাসকে মোকাবেলা করতে হবে।’

গত ২৬ জুলাই শুরু হওয়া এই ডিসি সম্মেলন সামনে রেখে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত ৩৩৬টি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিলেন।

কার্যপত্রে থাকা এসব প্রস্তাবের বাইরে ১৮টি কার্যঅধিবেশনে আরও ২৮৮টি প্রস্তাব এসেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত জানিয়ে দেব।’

ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধনের বিষয়ে কী আলোচনা হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি কোর্টে বিচারাধীন থাকায় এ বিষয়ে আলোচনার জন্য ডিসিদের নিরুৎসাহিত করা হয়েছে।’

Share this content:

Related Articles

Back to top button