
এবিএনএ: খুলনার খালিশপুরে মেঘনা অয়েল ডিপোতে অগ্নিকাণ্ডে দু’জন নিহত হয়েছে। সোমবার সকাল পৌনে ১১টায় একটি ট্যাংক লরিতে জ্বালানি তেল ভরার সময় এই আগুন লাগে। নিহত দু’জন হলেন- যমুনা অয়েলের কর্মচারী কামাল মুন্সী এবং ট্যাংক লরির হেলপার রাজু। খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল হোসেন সমকালকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে তিনটি ট্যাংক লরি পুড়ে গেছে। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে দু’জন মারা গেছে। এই ঘটনায় সাত জন অগ্নিদগ্ধ হয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে মেঘনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে বলে তিনি জানান।
Share this content: